Rayhan Sir ICT
০১. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি কাজ করছে? [চাবো–১৯)
ক. বায়োইনফরমেটিক্স
খ. ন্যানোটেকনোলজি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ঘ. ক্রায়োসার্জারি উত্তর: ক
০২. মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে? [দি.বো.-১৯]
ক. বায়োমেট্রিক্স খ. ন্যানোটেকনোলজি
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. বায়োইনফরমেটিক্স উত্তর: খ
০৩. নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেয়াকে কী বলে? (দি.বো.-১৯]
ক. হ্যাকিং খ. ফিশিং
গ. পিকিং ঘ. প্লেজিয়ারিজম উত্তরঃঘ
০৪. জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল- (চ.বো.-১৯)
ক. বায়োইনফরমেটিক্স খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ক্রায়োসার্জারি ঘ . বায়োমেট্রিক্স উত্তরঃক
০৫. টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি? (চ.বো.-১৯)
ক. বায়োমেট্রিক্স খ. বায়োইনফরমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. ন্যানোটেকনোলজি উত্তর: ঘ
০৬. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? [ববো—১৯]
ক. Jack Williamson খ. E. coli
গ. Paul Berg ঘ. Stanley Cohen উত্তর: গ
০৭. দশ ন্যানোমিটার = কত মিটার? (ব.বো. ১৯)
ক. 10-11 খ. 10-10 গ. 10-9 ঘ. 10-8 উত্তরঃঘ
০৮. মাইক্রোওয়েভ প্রযুক্তির অসুবিধা দূর করতে কোন প্রযুক্তি আবশ্যক? [রা. বো. ১৬]
ক. ইনফ্রারেড খ. জিপিএস
গ. রেডিও ওয়েভ ঘ. কৃত্রিম উপগ্রহ উত্তর: ক
০৯. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রী কোণ পর্যন্ত ঘুরানো যায়? [রা.বো.-১৯]
ক. ৯০° খ. ১৮০°
গ. ২৭০° ঘ. ৩৬০° উত্তর: ঘ
১০. বায়োমেট্রিক্সের আচরণগত বৈশিষ্ট্য- (কু.বো.-১৯
ক. কী স্ট্রোক খ. DNA গঠন
গ. রেটিনা স্ক্যান ঘ. মুখমণ্ডল শনাক্তকরণ উত্তর:ক
১১. এনক্রিপশন করার পূর্বে মূল মেসেজ বা মানুষের পাঠযোগ্য- [কু.বো.-১৯]
ক. সাইফারটেক্সট খ. প্লেইনটেক্সট
গ. এনক্রিপশন অ্যাগরিদম ঘ. কী উত্তর:খ
১২. ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়- (কু.বো.-১৯)
ক. আর্গন খ. কার্বন মনোঅক্সাইড
গ. কঠিন নাইট্রোজেন ঘ. ডাই মিথানল ইথেন উত্তর: ক
১৩. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান- ( য.বো- ১৯/
ক. অক্সিজেন খ. নাইট্রোজেন
গ. হাইড্রোজেন ঘ. মিথেন উত্তর: খ
১৪. আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি ? [সকল বোর্ড -১৮]
ক. রোবটিক্স খ. বায়োমেট্রিক্স
গ. ন্যানোটেকনোলজি ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর: গ
১৫. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি? (ঢা.বো.২০১৭)
ক. রোবটিক্স খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. ন্যানোটেকনোলজি ঘ. কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর:ক
১৬. ন্যানো বুঝায় কোনটি? (ঢা.কে ১৭)
ক. ১০–৬ খ. ১০–৯ গ. ১০–১২ ঘ. ১০–১৫ উত্তরঃখ
১৭. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস? [১৭]
ক. টুইটার খ. মাইস্পেস
গ. ওডেক্স ঘ. ডিঘ উত্তর: গ
১৮. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতরে প্রলোপ করার প্রযুক্তি কোনটি? (সিবো ১৭)
ক. রোবটিক্স খ. বায়োমেট্রিক্স
গ. বায়োইনফরমেটিক্স ঘ. ন্যানোটেকনোলজি উত্তর: ঘ
১৯. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? (চ. বো.. ১৭)
ক. বায়োমেট্রিক্স খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. ন্যানোটেকনোলজি ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তর: ঘ
২০. কম্পিউটার ইথিকস্-এর নির্দেশনা কয়টি? (কু.বো.-১৭)
ক. ৮ খ. ১০ গ. ১২ ঘ. ১৪ উত্তরঃ খ
২১. জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়? (কু.বো -১৭)
ক. বায়োমেট্রিক্স খ. বায়োইনফরমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. ন্যানো টেকনোলজি উত্তর: খ
২২. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? (চ. বো.. ১৭)
ক. ক্রায়োসার্জারি খ. ভার্চুয়াল রিয়েলিটি
গ. ইন্টারনেট ঘ. ভিডিও কনফারেন্সিং উত্তর: খ
২৩. কোন উপাদানটি Global village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? [য ৰো ১৭)
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. মোবাইল উত্তর: ক
২৪. ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কী বলে? যে বো ১৭)
ক. ই-মেইল খ. ই-কমার্স
গ. ই-ট্রেড ঘ. ই-গভর্নেন্স উত্তর: খ
২৫. বিশ্বগ্রাম ধরেণাটির প্রবক্তা কে? [ঢাবো- ১৬; কু.বো.-১৬]
ক. ডেমিয়েন ব্রডরিক খ. মার্শাল ম্যাকলুহান
গ. জন ম্যাকথি ঘ. অ্যান্টোনিন আরচিউড উত্তর: খ
২৬. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত? [ ঢা.বো ১৬]
ক. গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ খ. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার
গ. বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন ঘ. শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার উত্তর: খ
২৭. আউটসোর্সিং কী? [ঢা. বো. ১৬/
ক. নির্দিষ্ট শ্রম ঘণ্টায় কাজ করা
খ. ইন্টারনেটভিত্তিক কাজ
গ. বিশেষ ব্রাউজিং সুবিধা
ঘ. বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা উত্তর: খ
২৮. কোনটি ক্রয়োসার্জারির সাথে সম্পর্কিত? [ঢা.ৰো, ১৬/
ক. বিশেষ ধরনের গ্লাভস খ. ফাজি লজিক
গ. নেভিগেশন ঘ. নাইট্রোজেন উত্তর: ঘ
২৯. কোনটি রোবটের ব্যবহার? [রা.বো.১৬]
ক. জটিল সার্জারী চিকিৎসায় খ. ব্যক্তির স্বাক্ষর শণাক্তকরণে
গ. নতুন জাতের বীজ উৎপাদনে ঘ. টেনিস বলের আকৃতি তৈরিতে উত্তরঃক
৩০. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়? [রা.বো ১৬]
ক. এক মাত্রিক খ. দ্বি মাত্রিক
গ. ত্রি-মাত্রিক ঘ. বহু মাত্রিক উত্তর: গ
৩১. কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? | [রা.ৰো ১৬]
ক. স্বল্পডেটা সংরক্ষণ খ. জৈবিক ডেটার সমাহার
গ. ন্যানো টেকনোলজির ব্যবহার ঘ. প্রযুক্তি নির্ভর নিরাপত্তা উত্তর: খ
৩২. প্লেজারিজম কোন অপরাধের সাথে জড়িত? [দিবো ১৬]
ক. অন্যের লেখা চুরি খ. সফটওয়্যার পাইরেসি
গ. কপিরাইট লংঘন ঘ. আইডেন্টিটি চুরি উত্তর: ক
৩৩. রোবোটিক্স কী? [কু. বো-১৬]
ক. রোবট বিজ্ঞান খ. রোবটের ক্রিয়ানীতি
গ. শিল্পে ব্যবহৃত রোবট ঘ. রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা উত্তর: ক
৩৪. সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো- [কু.বো- ১৬ ,য.বো-১৬]
ক. এক মাত্রিক খ. দ্বি মাত্রিক
গ. ত্রি-মাত্রিক ঘ. চতুর্মাত্রিক উত্তর: গ
৩৫. কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়? [রা.বো- ১৭,ব.বো- ১৬;কু.বো- ১৬]
ক. ন্যানো টেকনোলজি খ. বায়োমেটিক্স
গ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং ঘ. বায়োইনফরমেটিক্স উত্তর: খ
৩৬. বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি? [চ.বো-১৬]
ক. হার্ডওয়্যার খ. সফটওয়্যার
গ. কানেকটিভিটি ঘ. ডেটা উত্তর: গ
৩৭. অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কি বলো? [চ. বো ১৬]
ক. সফটওয়্যার পাইরেসি খ. ন্যানো টেকনোলজি
গ. প্লেজিয়ারিজম ঘ. হ্যাকিং উত্তর: ঘ
৩৮. নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে? [সি.বো.-১৬)
ক. বায়োমেট্রিক্স খ. রোবটিক্স
গ. বায়োইনফরম্যাটিক্স ঘ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তরঃ গ
৩৯. খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি? | সি.বো ১৭,১৬)
ক. বায়োমেট্রিক্স খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. বায়োইনফরমেটিক্স ঘ. ন্যানোটেকনোলজি উত্তরঃঘ
৪০. কোনটি ডিএনএ এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি? [সি.বো – ১৬/
ক. ন্যানোটেকনোলজি খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. বায়োমেট্রিক্স ঘ. বায়োইনফরমেটিক্স উত্তরঃখ
৪১. হ্যাকার বলা হয় কাদেরকে? [সি.বো.-১৬]
ক. যারা পণ্য বাজারজাত করে
খ. যারা সংবাদপত্র বাজারজাত করে
গ. যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে অবৈধভাবে প্রবেশ করে
ঘ. যারা ইন্টারনেট ব্যবহার করে উত্তর: গ
৪২. বিশ্বগ্রামের কারণে – [সি.বো.-১৬]
ক. বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায় খ. সহনশীলতা হ্রাস পায়
গ. পারস্পরিক যোগাযোগ হ্রাস পায় ঘ. সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পায় উত্তর: ক
৪৩. ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগত তৈরি হয়? [য.বো.-১৬]
ক. এক মাত্রিক খ. দ্বি মাত্রিক
গ. ত্রি-মাত্রিক ঘ. চতুর্মাত্রিক উত্তর: গ
৪৪. ই-কমার্স এর অন্তর্ভুক্ত নয়- [য.বো-১৬]
ক. বিপণন খ. সরবরাহ
গ. লেনদেন ঘ. প্রচার উত্তর: ঘ
৪৫. ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে? [য.বো.-১৬]
ক. মলিকুলার কম্পোনেন্ট থেকে খ. লার্জার এন্টিটি হতে
গ. সাইনিং-এর মাধ্যমে ঘ. প্রোগ্রামিং দ্বারা উত্তর: ক
৪৬. ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়- [য.বো – ১৬]
ক. প্লাস্টিক সার্জারিতে খ. হার্টের বাইপাসে
গ. চোখের লেন্স প্রতিস্থাপনে ঘ. লিভার ক্যান্সারে উত্তর: ঘ
৪৭. মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে? [য.বো. -১৬]
ক. বায়োমেট্রিক্স খ. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
গ. ন্যানো টেকনোলজি ঘ. ক্রায়োসার্জারি উত্তর: ক
৪৮. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? [ব.বো-১৬]
ক.বায়োমেট্রিক্স খ. বায়োইনফরমেটিক্স
গ. রোবোটিক্স ঘ. ন্যানো টেকনোলজি উত্তর: গ
৪৯. মানুষকে ইউনিক হিসেবে সনাক্তকরণের প্রযুক্তি হলো- [মাদ্রাসা ১৬]
ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং খ. বায়োমেট্রিক্স
গ.বায়োইনফরমেটিক্স ঘ. ন্যানোটেকনোলজি উত্তর: খ
৫০. ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য কোনটি? [মাদ্রাসা ১৬ ]
ক. তথ্য আদান-প্ৰদান
খ. বাস্তব জগতে বিচরণ
গ. দ্বিমাত্রিক জগতে প্রবেশ
ঘ. কাল্পনিক জগতে বিচরণ উত্তর: ঘ
very impressive