1. অনাকাঙ্ক্ষত বা অবাঞ্চিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কী বলা হয়? [Sylhet , 2023]
a. স্প্যামিং
b. ফিশিং
c. হ্যাকিং উত্তরঃ a
d. ভাইরাস
2. টেলি প্রজন্ম এর প্রয়োগ ক্ষেত্র কোনটি? [Sylhet , 2023]
a. ক্রায়ো সার্জারি
b. ভার্চুয়াল রিয়েলিটি উত্তরঃ b
c. বায়োমেট্রিক্স
d. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
3. একটি চ্যানেল দিয়ে 5 সেকেন্ডে 9000 bit স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? [Sylhet , 2023]
a. 1800 gbps
b. 1800 mbps
c. 1800 kbps উত্তরঃ d
d. 1800 bps
4. ক্যাপচার, একট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? [Sylhet , 2023]
a. রোবটিক্স
b. বায়োমেট্রিক্স
c. কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তরঃ b
d. জেনিটিক ইঞ্জিনিয়ারিং
5. মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়? [Sylhet , 2023]
a. C
b. Python
c. Java উত্তরঃ b
d. Algol
6. একটি স্ট্রিংয়ের দৈর্ঘ্য বের করার জন্য সি ল্যাংগুয়েজে কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার হয়? [Sylhet , 2023]
a. Strcat ()
b. Stremp()
c. Strln() উত্তরঃ d
d. Strlen()
7. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাওঃ
#include<stdio.h>
int main()
{
int sum=0;
int i=1;
while(i< = 8){
sum =sum + i;
i=i+1;
}
printf(“%d”,sum);
return 0;
}
Q. প্রোগ্রামটির আউটপুট কত? [Sylhet , 2023]
a. 21
b. 28
c. 36 উত্তরঃ c
d. 55
8. ‘i’ এর মানের কোন পরিবর্তনে আউটপুট ’20’ হবে? [Sylhet , 2023]
a. i =0, i=i+1
b. i=1, i=i+2
c. i=2, i=i+1 উত্তরঃ d
d. i=2, i=i+2
9. ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্ক ব্যবহৃত হয় মোবাইলের কোন প্রজন্ম হতে? [Sylhet , 2023]
a. দ্বিতীয় প্রজন্ম
b. তৃতীয় প্রজন্ম
c. চতুর্থ প্রজন্ম উত্তরঃ c
d. পঞ্চম প্রজন্ম
10. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাওঃ
সামিহা তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন এক সার্ভিস গ্রহণ করল তা দ্বারা সফটওয়্যার স্বংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।
Q. উদ্দীপকের সার্ভিসটি কী নামে পরিচিত? [Sylhet , 2023]
a. Bluetooth
b. Wi-fi
c. Wimax উত্তরঃ d
d. Cloud computing
11. উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটি পেতে প্রযোজ্য-
i. নিরাপত্তা ঝুঁকি নাই
ii. ব্যবহারের অতিরিক্ত মূল্য দিতে হয় না
iii. রক্ষণাবেক্ষণের খরচ নেই
নিচের কোনটি সঠিক? [Sylhet , 2023]
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii উত্তরঃ b
d. i, ii ও iii
12. একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়? [Sylhet , 2023]
a. ১
b. ৩ উত্তরঃ a
c. ৩
d. ৪
13. ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়?[Sylhet , 2023]
a. মেশ
b. রিং
c. স্টার উত্তরঃ a
d. বাস
14. নিচের চিত্রটি লক্ষ্য কর এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাওঃ
Q. উপরিউক্ত যুক্তি বর্তনীটি কোন গেইট নির্দেশ করে? [Sylhet , 2023]
a. AND
b. OR
c. NOR উত্তরঃ c
d. NAND
15. NAND এর ক্ষেত্রে কখন আলো জ্বলবে ?
i. A= 0, B= 0
ii. A = 1, B= 0
iii. A = 1, B = 1
নিচের কোনটি সঠিক? [Sylhet , 2023]
a. i ও ii
b. ii ও iii উত্তরঃ a
c. i ও iii
d. i, ii ও iii
16.
এর সরলীকৃত মান কত? [Sylhet , 2023]
a. XY
b. X
c. X(Y+1) উত্তরঃ d
d. X+Y
17. কোন ডিজিটাল সার্কিটের ইনপুট এবং আউটপুট সংখ্যা সমান? [Sylhet , 2023]
a. হাফ অ্যাডার
b. ফুল অ্যাডার
c. এনকোডার উত্তরঃ a
d. কাউন্টার
18. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
<span style=”color:red” > Text </ span> Q. উদ্দীপকে এলিয়েন্ট কন্টেন্ট কোনটি? [Sylhet , 2023]
a. Style
b. Color: red
c. Span উত্তরঃ d
d. Text
19. উদ্দীপকে এট্রিবিউট কোনটি? [Sylhet , 2023]
a. Style
b. Color: red
c. Span
d. Text উত্তরঃ a
20. ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সই প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? [Sylhet , 2023]
a. Sre
b. Title
c. Alt উত্তরঃ c
d. Align
21. <font> ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের-
i. টেক্সটের ফন্ট ঠিক করা
ii. টেক্সটকে লিস্ট আকারে সাজানো
iii. টেক্সটির রং ঠিক করা
নিচের কোনটি সঠিক? [Sylhet , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii উত্তরঃ b
d. i, ii ও iii
22. (1001110)2 এর সমকক্ষ মান-
i. (78)10
ii. (114)8
iii. (4E)16
নিচের কোনটি সঠিক? [Sylhet , 2023]
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii উত্তরঃ c
d. i, ii ও iii
23. দশমিক সংখ্যা 13 এর 2’s Complement কত? [Sylhet , 2023]
a. 00001100
b. 11110101
c. 11110011 উত্তরঃ c
d. 11110100
24. Float ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে? [Sylhet , 2023]
a. ২
b. ৩
c. ৪ উত্তরঃ c
d. ৮
25. কোনটি রিলেশনাল অপারেটর? [Sylhet , 2023]
a. +
b. = =
c. OR উত্তরঃ b
d. AND