1. নিচের উদ্দীপকটি দেখ এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও: [Rajshahi, 2023]

2. উদ্দীপকের বর্তনীর আউটপুট Y= O হবে, যখন – [Rajshahi, 2023]
a. 1 ও 2 নং gate এর পরিবর্তে NOR gate
b. 3 নং gate এর পরিবর্তে NAND gate
c. 4 নং gate এর পরিবর্তে AND gate উত্তরঃ b
d. 5 নং gate এর পরিবর্তে NAND gate করা হবে
3. এনকোডারের ক্ষেত্রে কোনটি সঠিক ? [Rajshahi, 2023]
a. ইনপুট 2n হলে আউটপুট হবে n
b. ইনপুট n হলে আউটপুট হবে 2n
c. ইনপুট n হলে আউটপুট হবে n উত্তরঃ a
d. কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর
4. ফাকা ট্যাগ কোনটি? [Rajshahi, 2023]
a. < b >
b. < li > উত্তরঃc
c.< br >
d. < Del >
5. নিচের উদ্দীপক দেখ এবং প্রশ্নের উত্তর দাও : <font size=”7″>Bangladesh</font> উদ্দীপকের অ্যাটিবিউট কোনটি?
a. font [Rajshahi, 2023]
b. size
c. 7 উত্তরঃ b
d. Bangladesh
6. কোনটি ফরমেটিং ট্যাগ- [Rajshahi, 2023]
a.< OL >….< /OL >
b. < hI >….< / hI >
c. < big >….< /big > উত্তরঃ c
d.< a >….< /a >
7. লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটি – [Rajshahi, 2023]
a. < ul >
b. < tr >
c. < td > উত্তরঃ a
d. < hr >
8. স্টাইল অ্যাট্রিবিউট এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? [Rajshahi, 2023]
a. < div style=”color: red, float: left” >
b. < div style=”color: red; float=left;” >
c. < div style=”color: red; float;left;” > উত্তরঃ b
d. < div style=”color: red” “float: left;” >
9. Non-volatile মেমারি কোনটি? [Rajshahi, 2023]
a. রেম
b. ক্যাশ মেমোরি
c. ভার্চুয়াল মেমোরি উত্তরঃ d
d. রম
10. মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি? [Rajshahi, 2023]
a. C++
b. Algol
c. Python উত্তরঃ c
d. Fortarn
11. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও: [Rajshahi, 2023]
#include< stdio.h >
void main()
{
int i ;
for( i=1; i < =5;i ++)
{
print f (” %d”,f);
}
}
Q.উদ্দীপকে কোনটি কাউন্টার ডিক্লিরেয়েশন ? উত্তরঃ b
a. i=1;
b. int i ;
c. i < = 5;
d. i + +
12. উদ্দীপকে প্রোগ্রামটিকে for লুপ ছাড়াও বাস্তবায়ন করা যাবে [Rajshahi, 2023]
i. if—else
ii. if—goto
iii. do while
নিচের কোনটি সঠিক উত্তরঃ b
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
13. সঠিক চলক কোনটি? [Rajshahi, 2023]
a. 1number
b. number1
c. number 1 উত্তরঃ b
d. number- 1
14. বিল্ডিং, পাহাড়-পর্বতসহ যে কোনো বাধা অতিক্রম করতে পারে [Rajshahi, 2023]
i. রেডিও ওয়েভ
ii. টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
iii. স্যাটেলাইট মাইক্রোওয়েভ
নিচের কোনটি সঠিক? উত্তরঃ c
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
15.প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে— [Rajshahi, 2023]
i. PAN উত্তরঃ a
ii. LAN
iii. WAN
নিচের কোনটি সঠিক?
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
16. নন-পজিশনাল সংখ্যা কোনটি? [Rajshahi, 2023]
a. 5
b. 1001 উত্তরঃ d
c. A
d. V
17. (২৫)১৬এর ১ এর পরিপূরক মান কোনটি? [Rajshahi, 2023]
a. ০০০১১০০১
b. ১১১০০১১০ উত্তরঃ b
c. ১১১০০১১১
d. ১১০০০১১০
18. নিচের চিত্রটি হতে পারে [Rajshahi, 2023]

i. ব্রড কাট
ii. মাল্টি ফার্স্ট
iii. সিমপ্লেঞ্জ উত্তরঃ b
নিচের কোনটি সঠিক?
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii
d. i, ii ও iii
19. সার্বজনীন গেইট তৈরিতে ব্যবহৃত হয়— [Rajshahi, 2023]

নিচের কোনটি সঠিক? উত্তরঃ d
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
20. লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? [Rajshahi , 2023]
a. WebEx
b. Google উত্তরঃ a
c. Facebook
d. Yahoo
21. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়।
Q.উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? [Rajshahi , 2023]
a. রোবটিক্স
b. বায়োম্যাট্রিক
c. বায়োইনফরমেটিক্স উত্তরঃ b
d. ভার্চুয়াল রিয়েলিটি
22. প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে- [Rajshahi , 2023]
i) শিক্ষা ও গবেষণায়
ii) নিরাপত্তা
iii) ব্যাবসা বাণিজ্যে
নিচের কোনটি সঠিক? উত্তরঃ b
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii
d. i, ii ও iii
23. কোন ট্রান্সমিশনে ডেটা ক্যারেকটার বাই ক্যারেকটার ট্রান্সমিট হয় [Rajshahi , 2023]
a. প্যারালাল
b. অ্যাসিনক্রোনাস উত্তরঃ b
c. সিনক্রোনাস
d. আইসিনক্রোনাস
24. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও: [Rajshahi , 2023]
রাইয়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে।
Q. রাইয়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো-
a. বায়োমেট্রিক
b. ভার্চুয়াল রিয়েলিটি উত্তরঃ b
c. ন্যানো টেকনোলজি
d. বায়োইনফরমেট্রিক্স
25. উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন— [Rajshahi , 2023]
i. কম্পিউটার সিমুলেশন
ii. ত্রি-মাত্রিক ইমেজ
iii. অ্যাকুয়েটর
নিচের কোনটি সঠিক? উত্তরঃ a
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii
d. i, ii ও iii