1. Top down পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে? [Jessore , 2023]
a. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
b. বায়োমেট্রিক্স
c. বায়োইনফরমেটিক্স উত্তরঃ d
d. ন্যানো টেকনোলজি
2. ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিচের কোনটি ব্যাবহৃত হয়? [Jessore , 2023]
a. ক্রায়োজেনিক এজেন্ট
b. রেডিও থেরাপি
c. কেমোথেরাপি উত্তরঃ a
d. ন্যানো টেকনোলজি
3. Amazon, Microsoft এবং Google তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ক্লাউড সার্ভিস প্রদান করে?
[Jessore , 2023]
a. প্রাইভেট
b. পাবলিক
c. ডিস্ট্রিবিউটেন্ড উত্তরঃ b
d. হাইব্রিড
4. স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ- [Jessore , 2023]
a. শাখা-প্রশাখার মতো
b. পিয়ার-টু-পিয়ার আকারে
c. কেন্দ্রিয় হাবের মাধ্যমে উত্তরঃ c
d. প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকারে
5. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও: আফরা html ব্যবহারিক ক্লাসে nature.Jpg নামে ৭০০ x ৫০০ সাইজের একটি ছবি যুক্ত করে। Q. আফরার html কোড হবে- [Jessore , 2023]
a. < img src=”nature. jpg, width-700, height = 500″ >
b. < img src=”nature. jpg” width=”700″, height = “500” >
c. < img> nature. jpg, width-700, height = 500 > উত্তরঃ b
d. < img src=”nature. jpg” “width=700”, “height = 500” >
6. নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
Q.উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট সমীকরণ কোন গেইটের সমতুল্য? [Jessore , 2023]
a. NAND
b. NOR
c. X-OR উত্তরঃ d
d. X-NOR
7. উদ্দীপকে সার্কিটের ইনপুট A, B ও C হলে কখন X=1 হবে? [Jessore , 2023]
a. A=0, B=0, C=0
b. A=0, B=0, C=1
c. A=0, B=1, C=1 উত্তরঃ a
d. A=1, B=0, C=0
8. সরাসরি কম্পিউটারের সাথে সংযোগ স্থাপন করে কোন ভাষা? [Jessore , 2023]
a. মেশিন
b. অ্যাসেম্বলি
c. উচ্চতর উত্তরঃ a
d. অতি উচ্চতর
9. কোনটি সঠিক html কোড? [Jessore , 2023]
a. < width – 200, height = 100 >
b. < p size=”5″ > My document < /p >
c. document উত্তরঃ c
d. <“table rowspan=2”> Abc
10. DNA পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয় [Jessore , 2023]
a. মুখমণ্ডল
b. কন্ঠস্বর
c. রেটিনা উত্তরঃ d
d. রক্ত
11. (-293) 10 সংখ্যাটি রেজিস্টারে স্টোর করতে কমপক্ষে কত বিটের প্রয়োজন? [Jessore , 2023]
a. ৮
b. ১৬
c. ৩২ উত্তরঃ b
d. ৬৪
12. দুটি সংখ্যার পার্থক্য (1F) 16 । ১ম সংখ্যাটি (58)10 হলে ২য় সংখ্যাটি কত? [Jessore , 2023]
a. (11011)2
b. (11111)2
c. (110010)2 উত্তরঃ a
d. (11010)2
13. উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
আরিশার বাবা গৃহস্থলীর কাজে সহয়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। আরিশা দেখল যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার, রান্নাসহ নানা ধরনের কাজে সহায়তা করে।
Q.উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি? [Jessore , 2023]
a. পাওয়ার সিস্টেম
b. বৈদ্যুতিক মোটর
c. প্রসেসর
d. ইলেকট্রিক সার্কিট উত্তরঃ c
14. কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে—
i. সামরিক ক্ষেত্রে
ii. চিকিৎসার কাজে
iii. ম্যানুফ্যাকচারিং
নিচের কোনটি সঠিক? [Jessore , 2023]
a. i ও ii
b. i ও iii উত্তরঃ d
c. ii ও iii
d. i, ii ও iii
15. কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংক ব্যবহার করা হয় তাকে কী বলে? [Jessore , 2023]
a. কোড
b. বেস
c. বিট উত্তরঃ b
d. সাইন বিট
16. ইন্টারপ্রেটার এর কাজ কী? [Jessore , 2023]
a. এক লাইন করে অনুবাদ করে
b. এক সাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
c. সব ভুল একসাথে প্রদর্শন করে উত্তরঃ a
d. ডিবাগিং ও টেস্টিং ধীরগতিসম্পন্ন
17. উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
রাজু ইন্টারনেট হতে ছবি ও ফাইল নিজের কম্পিউটারে সংরক্ষণ করে আবার মাঝে মাঝে প্রিন্টও করে।
Q.রাজুর ফাইল সংরক্ষণে কোন প্রটোকল কাজ করে ? [Jessore , 2023]
a. http
b. FTP
c. VOIP উত্তরঃ b
d. SMTP
18. রাজুর প্রিন্টের কাজে ট্রান্সমিশন মোডটির বৈশিষ্ট্য-
i. প্রেরক ও প্রাপক যেকোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করে
ii. জটিল সার্কিট ছাড়াই বাস্তবায়ন করা যায়
iii. ট্রান্সমিশন দক্ষতা বেশি
নিচের কোনটি সঠিক [Jessore , 2023]
a. i ও ii
b. i ও iii উত্তরঃ c
c. ii ও iii
d. i, ii ও iii
19. নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কী বলে?
[Jessore , 2023]
a. প্রটোকল
b. নেটওয়ার্ক
c. টপোলজি উত্তরঃ c
d. মিডিয়া
20. Inverter হিসেবে কাজ করে কোন লজিক গেইট? [Jessore , 2023]
a. AND
b. OR
c. NOT উত্তরঃ c
d. X-OR
21. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত প্রশ্ন ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
int x;
for( x=5; x < = 14; x=x+3 )
{
if ( x = = 11)
break;
print f(“ICT”);
}
Q.প্রোগ্রাম রান করলে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে? [Jessore , 2023]
a. 2
b. 3
c. 4 উত্তরঃ a
d. 5
22. break এর পরিবর্তে continue ব্যবহার করলে “ICT” লেখা কতবার প্রদর্শিত হবে? [Jessore , 2023]
a. 3
b. 4
c. 5
d. 6 উত্তরঃ a
23. কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কী বলে ? [Jessore , 2023]
a. URL
b. IP address
c. Browser
d. Protocol উত্তরঃ d
24. ‘C’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে-
i.যোগ করা যায়
ii.ছোট বড় তুলনা করা যায়
iii. ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক? [Jessore , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii উত্তরঃ b
d. i, ii ও iii
25.http://www.abc.com এড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ-
i. protocol
ii. domain name
iii. directory path
নিচের কোনটি সঠিক? [Jessore , 2023]
a. i ও ii
b. i ও iii উত্তরঃ a
c. ii ও iii
d. i, ii ও iii