1. ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়? [Dinajpur , 2023]
a. ৮
b. ১৬
c. ৩২ উত্তরঃ c
d. ৬৪
2. ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কম্পিউটার রাখতে হয় যা—
i. সর্বক্ষণ সচল থাকতে হয়
ii. সার্বক্ষণিক ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয়
iii. পাবলিক আইপি অ্যাড্রেস থাকতে হয়
নিচের কোনটি সঠিক? [Dinajpur , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii উত্তরঃ d
d. i, ii ও iii
3. প্রবাহচিত্রের কোন প্রতীকটি প্রসেস এর জন্য ব্যবহৃত হয়?
[Dinajpur , 2023]
a. ক
b. খ
c. গ উত্তরঃ c
d. ঘ
4. নিচের চিত্রটি লক্ষ কর এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
5. F এর সরলীকৃত মানকে মোট কয়টি মৌলিক গেইট যারা বাস্তবায়ন সম্ভব ? [Dinajpur , 2023]
a. ২
b. ৩
c. ৪ উত্তরঃ d
d. ৫
6. HTML এর লিংক ট্যাগ নিচের কোনটি? [Dinajpur , 2023]
a. < li >-< /li >
b. < a > -< /a >
c. < p >-< /p > উত্তরঃ b
d. < u >-< /u >
7. HTML কোড align=”center” এ অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? [Dinajpur , 2023]
a. P
b. align
c. center উত্তরঃ c
d. ICT
8. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক হচ্ছে-
i. হাতে করা স্বাক্ষর যাচাইকরণ
ii. DNA পর্যবেক্ষণ
iii. কন্ঠস্বর যাচাইকরণ
নিচের কোনটি সঠিক? [Dinajpur , 2023]
a. i ও ii
b. i ও iii উত্তরঃ b
c. ii ও iii
d. i, ii ও iii
9. উচ্চস্তরের ভাষায় লিখিত পুরো প্রোগ্রামটি এক সাথে অনুবাদ করে কোনটি? [Dinajpur , 2023]
a. অ্যাসেম্বলার
b. ইন্টারপ্রেটার
c. ডিবাগার
d. কম্পাইলার উত্তরঃd
10. WiFi কোন ধরনের নেটওয়ার্ক? [Dinajpur , 2023]
a. WPAN
b. WLAN
c. WCAN উত্তরঃ b
d. WMAN
11. সিঙ্গেল মোড ফাইবারের কোরের ব্যাস কত মাইক্রন? [Dinajpur , 2023]
a. 1-4
b. 4-8
c. 8-12 উত্তরঃ c
d. 12-16
12. মেশ টপোলজিতে ১০টি মোডের জন্য মোট তার সংখ্যা হবে_____টি। [Dinajpur , 2023]
a. ৯
b. ১০
c. ৪৫ উত্তরঃ c
d. ৯০
13. ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো—
i. আগে থেকে কোনো সার্ভিস রিজার্ভ করতে হয় না
ii. যতটুকু ব্যবহার, শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়।
iii. গোপনীয়তা ও নিরাপত্তা বেশি
নিচের কোনটি সঠিক? [Dinajpur , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii উত্তরঃ a
d. i, ii ও iii
14. (1010.1101)2 + (101.101)2 = ? [Dinajpur , 2023]
a. (10000.0111)2
b. (11011.0111)2
c. (11011.0101)2 উত্তরঃ a
d. (10001.0110)2
15. <table> ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট হলো- [Dinajpur , 2023]
a. src
b. face
c. alt উত্তরঃ d
d. border
16. গতি বেশি কিন্তু ধারণক্ষমতা কম; এ রকম মেমোরি হলো— [Dinajpur , 2023]
a. ক্যাশ লেভেল-১
b. রেজিস্টার
c. ভার্চুয়াল মেমোরি উত্তরঃ b
d. র্যাম
17.
এর মান 1 হবে যখন— [Dinajpur , 2023]
a. a=0, b=0, c=0
b. a=1, b=0, c=0
c. a=1, b=1, c=0 উত্তরঃ b
d. a=0, b=1, c=1
18. কোনটি মধ্যম স্তরের ভাষা? [Dinajpur , 2023]
a. বেসিক
b. কোবোল
c. ফোরট্রান উত্তরঃ d
d. সি
19. একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? [Dinajpur , 2023]
a. ২
b. ৩
c. ৪ উত্তরঃ a
d. ৫
20. কোনটি সঠিক ট্যাগ? [Dinajpur , 2023]
a. < Image src=”image.jpg” >
b. < img > sre = img.jpg
c. < sre img jpg > উত্তরঃ d
d. < img src = “image.jpg” >
21. রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? [Dinajpur , 2023]
a. ২
b. ৩
c. ৪ উত্তরঃ b
d. ৫
22. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো—
i. MATLAB
ii. SHRDLU উত্তরঃ a
iii. css
নিচের কোনটি সঠিক? [Dinajpur , 2023]
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
23. উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও :
সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে এক ধরনের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন।
Q. সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? [Dinajpur , 2023]
a. ন্যানো টেকনোলজি
b. বায়ো ইনফরমেটিক্স
c. জেনেটিক ইঞ্জিনিয়ারিং উত্তরঃ c
d. বায়োমেট্রিক
24. উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো-
i. ফসল উৎপাদন বৃদ্ধি করা
ii. রোগ প্রতিরোধ ক্ষমতা
iii. আগাছা সহিষ্ণু করা
নিচের কোনটি সঠিক? [Dinajpur , 2023]
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii উত্তরঃ c
d. i, ii ও iii
25. ফোন কল (VOIP) এর ব্যান্ড উইডথ কত? [Dinajpur , 2023]
a. 0.5 Mbps
b. 0.7 Mbps
c. 1.5 Mbps উত্তরঃ a
d. 4 Mbps