1. ডেটা টাইপ ইন্টিজার এর ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? [Chittagong , 2023]
a. %c
b. %i
c. %d উত্তরঃ c
d. %lf
2. ৮ ভিত্তিক সংখ্যা হলো-
i. ০
ii. ৭
iii. ৮
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii উত্তরঃ a
d. i, ii ও iii
3.
< body >
< p > < i > My page < /i > < /p >
< ahref=”pic. html”> picture< /a >
< body >
কোডটিতে ব্যবহৃত ট্যাগের ধরন হলো—
i. টেবিল
ii. হাইপার লিংক উত্তরঃ b
iii. ফরমেটিং
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
4. ফ্লোচার্টে বৃত্তাকার চিহ্নটি বুঝায়—
i. শুরু
ii. ইনপুট
iii. সংযোগ
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i
b. ii
c. iii উত্তরঃ c
d. i, ii ও iii
5. ব্রডকাস্টের ক্ষেত্রে কোন মাধ্যম বেশি ব্যবহৃত হয়? [Chittagong , 2023]
a. অপটিক্যাল ফাইবার
b. রেডিও ওয়েব
c. মাইক্রো ওয়েব উত্তরঃ b
d. টুইস্টেড পেয়ার
6. অ্যাসকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি? [Chittagong , 2023]
a. ১৬
b. ৩২
c. ৬৪ উত্তরঃ d
d. ৯৬
7. Float type ডেটা মেমরীতে কত byte জায়গা দখল করে? [Chittagong , 2023]
a. 1
b. 2
c. 4 উত্তরঃ c
d. 8
8. নিচের উদ্দীপকটি দেখ এবং প্রশ্নের উত্তর দাও।
<ul type=”disc”>
<li> Book </li>
</ul>
Q. উদ্দীপকটির আউটপুট হবে— [Chittagong , 2023]
a. ⬛ Book
b. 🔲 Book
c. ⚫ Book উত্তরঃ c
d. 🔘 Book
9. নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ
একজন ফল বিক্রেতা (৫A)১৬ টাকার আপেল ও (৫০)৮ টাকার কমলা বিক্রয় করে সর্বমোট (২০)৮ টাকা লাভ করে।
Q. দশমিক পদ্ধতি বিক্রেতার লাভের পরিমাণ কত? [Chittagong , 2023]
a. ১০
b. ১৬ উত্তরঃ b
c. ২০
d. ২২
10. বিক্রেতার মোট বিক্রয় মূল্য অক্টাল পদ্ধতিতে কত? [Chittagong , 2023]
a. ২৮
b. ১১০
c. ১৩০ উত্তরঃ d
d. ২০২
11. নিচের উদ্দীপকটি দেখ এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাওঃ
{
char name [?];
int K, length;
scanf(“%,S”,name);
}
Q. তিনটি অক্ষর ইনপুটের জন্য “?” স্থানের সংখ্যাটি কী হবে? [Chittagong , 2023]
a. ২
b. ৩ উত্তরঃ c
c. ৪
d. ৫
12. উদ্দীপকের Syntes ব্যবহার করছে-
i. অক্ষরগুলো একত্রে থাকবে
ii. মোট অক্ষরের সংখ্যা জানা যাবে
iii. অক্ষরগুলো একবার ইনপুট নিবে
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i ও ii
b. i ও iii উত্তরঃ b
c. ii ও iii
d. i, ii ও iii
13. কোনটি Italic tag?
i. < i >
ii. < em >
iii. < Italic >
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i
b. i ও ii
c. i ও iii উত্তরঃ b
d. i, ii ও iii
14. ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়? [Chittagong , 2023]
a. ২ টি
b. ৩ টি
c. ৪টি উত্তরঃ a
d. ৫টি
15. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধা ভোগ করবে কারা?
i. প্রতিরক্ষা বাহিনী
i. অনলাইন ব্যাংকিং
ii. টেলিমেডিসিন
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i
b. ii
c. iii উত্তরঃ d
d. i, ii ও iii
16. নিচের উদ্দীপকটি পড় এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
জনাব শারার একজন ব্যবসায়ী। তার অফিসে ৭ টি ডেক্সটপ কম্পিউটার রয়েছে। তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান ।
Q. জনাব শারার এর অফিসের নেটওয়ার্ক কী হতে পারে? [Chittagong , 2023]
a. CAN
b. LAN
c. MAN উত্তরঃ b
d. WAN
17. উদ্দীপকে উল্লিখিত অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি? [Chittagong , 2023]
a. অপ্টিক্যাল ফাইবার
b. কো-এক্সিয়াল ক্যাবল
c. টুইস্টেড পেয়ার ক্যাবল উত্তরঃ c
d. মাইক্রোওয়েব
18. কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়? [Chittagong , 2023]
a. রসায়ন
b. ডেটাবেস
c. প্রোগ্রাম উত্তরঃ a
d. গণিত ও পরিসংখ্যান
19. ভিন্ন প্রটোকলবিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনের ডিভাইস কোনটি? [Chittagong , 2023]
a. হাব
b. সুইচ
c. গেটওয়ে উত্তরঃ c
d. রাউটার
20. AI এর ক্ষেত্রগুলো হলো-
i. মেশিন লার্নিং
ii. রোবটিকস্
iii. ওয়ার্ড প্রসেসিং উত্তরঃ a
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii
d. i, ii ও iii
21. কোনটি জটিল ও অবৈজ্ঞানিক সংখ্যা যা এখনও ব্যবহার করা হয়? [Chittagong , 2023]
a. মিশরীয়
b. ব্যবলিয়ান
c. মায়ান
d. রোমান উত্তরঃ d
22. নিচের লজিক চিত্রটি দেখ এবং নিম্নোক্ত ও পরবর্তী প্রশ্নের উত্তর দাও:
23. A ও B এর মান কত হলে Y = 1 হবে?
i. A=0, B=0
ii. A = 1, B=0 উত্তরঃ a
iii. A = 0, B=1
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i ও ii
b. ii ও iii
c. i ও iii
d. i, ii ও iii
24. প্যাকেট বা সার্কিট সুইচিং ডেটা ট্রান্সমিশনের পরিবর্তে ইন্টারনেট প্রটোকলভিত্তিক নেটওয়ার্কের সুবিধা হচ্ছে—
i. গতি 3G এর তুলনায় ৫০ গুণ বৃদ্ধি পায়
ii. এটি LTE স্ট্যান্ডার্ডে কাজ করে
iii. এর মাধ্যমে 4K TV বা Video দেখা যায়
নিচের কোনটি সঠিক? [Chittagong , 2023]
a. i ও ii
b. i ও iii
c. ii ও iii উত্তরঃ a
d. i, ii ও iii
25. কোনটি এম্পটি এলিমেন্ট? [Chittagong , 2023]
a. < P >
b. < ahref >
c. < 01 > উত্তরঃ d
d. < img >