তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রাজশাহী বোর্ড ২০২৩

সময়ঃ ২ ঘণ্টা ৩০ মিনিট

Question 1

আইসিটি স্যার ‘প্রোগ্রামিং ভাষা’ অধ্যায়ের ক্লাস নিতে গিয়ে SMART শব্দটি যে কোনো সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রামিং ভাষায় প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন।

উত্তরঃকোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমস্টিকে বলা হয় প্রোাগ্রাম। (#1)

উত্তরঃ

ভুল সংশোধনের ক্ষেত্রে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবাপন্ন। কম্পাইলার পুরো প্রোগ্রামটি একবারে কম্পাইল করে তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখায়। ফলে ভূল সংশোধন করতে সময় বেশি লাগে।(#1)

কিন্তু ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম একসাথে পরীক্ষা না করে প্রতিটি স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে। ফলে সময় ও কম লাগে এবং দ্রুত গতিতে ডিবাগ সম্পন্ন করা হয়। তাই ভুল সংশোধনের ক্ষেত্রে কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রেটার বেশি বন্ধুভাবাপন্ন।(#2)

উত্তরঃ

উদ্দীপকের শব্দটি পাঁচবার প্রদর্শনের জন্য আ্যালগরিদম নিম্নরূপ:

ধাপ-১ : শুরুকরি।

ধাপ-২ : N=1 ধরি।

ধাপ-৩ : N>5 হলে ধাপ ৭ এ যাই অন্যথায় ধাপ-৪ এ যাই।

ধাপ-৪ : “SMART” প্রিন্ট করি।

ধাপ-৫ : N এর মান 1 বৃদ্ধি করি।

ধাপ-৬ : ধাপ ৩ এ যাই।

ধাপ-৭ : শেষ করি।

উত্তরঃ

উদ্দীপকের “SMART” শব্দটি n-সংখ্যক বার প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নিচে দেওয়া হলো:

#include<stdio.h>

int main()

{

      int n,i;

      printf(“Enter the value of n:”);

      scanf(“%d”,&n);

      for(i=1;i<=n;i++)

{

      printf(“SMART\n”);

}

      return 0;

}

(#4)

Question 2

মিঃ সাজ্জাদ কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তিনি উচ্চ ফলনশীল জাতের ধান উৎপাদনের জন্য গবেষণা করছেন। তিনি দীর্ঘদিন যাবৎ মুখে আঁচিলের সমস্যায় ভুগছেন। অবশেষে তিনি তার বন্ধু ডাক্তার ফুয়াদের কাছে চিকিৎসার জন্য গেলে ডাক্তার শীতল তাপমাত্রা প্রয়োগ করে রক্তপাত ছাড়াই আঁচিল অপারেশন করলেন।

উত্তরঃভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয়।(#1)

উত্তরঃ

আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা হলো উৎপাদন প্রক্রিয়ার একটি উন্নয়ন পদক্ষেপ যা সাধারণত আইসিটি সেবার সাথে সম্পর্কিত। এটি উৎপাদন এবং বিনিময়ের প্রক্রিয়াতে কম্পিউটার এবং অন্যান্য আইটি প্রযুক্তির ব্যবহার করে প্রভাব ফেলে।(#1)

উন্নত দেশ গঠনের ক্ষেত্রে প্রয়োজন আধুনিক উৎপাদন ব্যবস্থা। আর আধুনিক উৎপাদন ব্যবস্থার অপরিহার্য উপাদান হলো আইসিটি যন্ত্রপাতি। আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা একটি দেশের কৃষি, শিল্পসহ অন্যান্য ক্ষেত্রের উৎপাদন বৃদ্ধি করে সে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করে। পক্ষান্তরে উৎপাদন ব্যবস্থায় আইসিটি ব্যবহার না থাকলে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া সম্ভব হয় না। তাই বলা যায়, আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য।(#2)

উত্তরঃ

উদ্দীপকে ডাক্তার ফুয়াদের শীতল তাপমাত্রা প্রয়োগ করে করা চিকিৎসা পদ্ধতি হলো ক্রায়োসার্জারি।(#1)

ক্রায়োসার্জারি এক ধরনের কাটা ছেঁড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষকে ধ্বংস করা হয়। এ পদ্ধতির চিকিৎসায় প্রথমেই সিম্যুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলোর (যেমন- আঁচিল, ফুসকুড়ি, প্রদাহ ইত্যাদি) অবস্থান ও সীমানা নির্ধারণ করা হয়।(#2)

পরবর্তীতে মাইক্রো ক্যামেরাযুক্ত নল প্রবেশ করিয়ে রোগাক্রান্ত কোষ/অংশের ক্ষতস্থান শনাক্ত করা হয়। এরপর রোগাক্রান্ত কোষটিতে আল্ট্রা থিন সূচযুক্ত ক্রায়োপ্রোব প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস প্রয়োগ করা হয়। তাপমাত্রা অত্যধিক হ্রাসের ফলে (-8১ থেকে -১৯৬ ডিগ্রি সেন্ট্রিগ্রেড) নির্বাচিত টিস্যুটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এ নিম্ন তাপমাত্রা -২০ ডিগ্রি সেন্টিগ্রেডে নামিয়ে আনা হয়। ফলে এ নিম্নতম তাপমাত্রায় রক্ত ও অক্সিজেন সঞ্চালন সম্ভব না হওয়ার দরুণ রোগাক্রান্ত টিস্যুর ক্ষতিসাধন হয়। ক্রায়োসার্জারি চিকিৎসায় রোগের আক্রান্ত স্থান ও রোগের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস ব্যবহার করা হয়। অন্যান্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্রায়োসার্জারি অনেক সাশ্রয়ী এবং সময় কম লাগে। এ পদ্ধতিতে ব্যথা, রক্তপাত অথবা অপারেশনজনিত কাটা-ছেঁড়ারও জটিলতা নেই ।(#3)

উত্তরঃ

উদ্দীপকে সাজ্জাদ সাহেবের গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। (#1)

ওষুধ তৈরিতে এ প্রযুক্তি যেভাবে সহায়তা করছে তা নিচে বর্ণনা করা হলো-

জিন প্রযুক্তির সাফল্যময় অবদান হচ্ছে ক্লোনকৃত জিন থেকে গুরুত্বপূর্ণ কয়েক প্রকার প্রোটিন তৈরি করা। এসব প্রোটিন জটিল রোগ নিরাময়ে মানুষের চিকিৎসায় অত্যন্ত প্রয়োজনীয়। এ প্রযুক্তির মাধ্যমে ইতোমধ্যে যেসব জৈব রাসায়নিক প্রোটিনসমূহ আবিষ্কার করা হয়েছে সেগুলো হলো- ইনসুলিন, হিউম্যান গ্রোথ হরমোন, ইন্টারফেরন ইত্যাদি। (#2)

ইনসুলিন ডায়াবেটিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। চিকিৎসা ক্ষেত্রে E.coli ব্যাকটেরিয়া থেকে ইনসুলিন তৈরি, ঈস্ট থেকে হরমোন তৈরি ছাড়াও বামনত্ব, ভাইরাসজনিত রোগ, এইডস, ক্যান্সার ইত্যাদির চিকিৎসায় জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হচ্ছে। ইন্টারফেরন হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র প্রোটিনের একটি গ্রপ। এ প্রোটিন দেহকোষকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং এন্টিবডি উৎপাদনে বাধা দেয় ।(#3)

জেনেটিক্যাল উপায়ে উৎপাদিত নিয়ন্ত্রণকারী হিউম্যান গ্রোথ হরমোন পোড়া ত্বক ফেটে যাওয়া হাড় এবং খাদ্য নালির আলসার চিকিৎসায় ব্যবহূত হয়। জীবপ্রযুক্তির, ব্যবহার করে ভ্যাক্সিন উৎপাদন করা হচ্ছে, ফলে মানুষ বিভিন্ন শারীরিক জটিলতা থেকে রক্ষা পাচ্ছে। বিভিন্ন ভাইরাস জনিত রোগ ক্যান্সার, এইডস ইত্যাদির চিকিৎসায়ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ব্যবহার ক্রমাগত বাড়ছে।

(#4)

Question 3

উত্তরঃএনকোডার এমন এক ধরনের সার্কিট যা আলাদরা আলাদা সিগন্যালকে এনকোড করে আউটপুট হিসেবে বাইনারি সংখ্যা প্রদান করে তাকে এনকোডার বলে। (#1)

উত্তরঃ

ডি-মরগানের উপপাদ্যগুলো হলো-

১ম উপপাদ্য: দুই বা ততোধিক বুলিয়ান চলকের যোগফলের পূরক ঐ চলকগুলোর পূরকের

গুণফলের সমান। A ও B বুলিয়ান চলক হলে-

A + B = AB

২য় উপপাদ্য: দুই বা ততোধিক বুলিয়ান চলকের গুণফলের পূরক ঐ চলকগুলোর পূরকের

যোগফলের সমান। A ও B বুলিয়ান চলক হলে

AB = A + B

অর্থাৎ ডি-মরগানের উপপাদ্য থেকে দেখা যায় যে, ডি-মরগানের উপপাদ্য যৌক্তিক যোগ ও যৌক্তিক

গুণের মধ্যে বিনিময় সাধন করে।

এখানে,

১ম উপপাদ্য লিখলে (#1)

২য় উপপাদ্য লিখলে (#2)

উত্তরঃ

উদ্দীপকে উল্লিখিত X-এর জন্য লজিক সমীকরণ নিচে নির্ণয় করা হলো:

 

উত্তরঃ

উদ্দীপকের বর্তনীটির প্রদত্ত ইনপুট ও প্রাপ্ত আউটপুট অপরিবর্তিত রেখে একটি মাত্র লজিক গেইট দ্বারা বর্তনীটি প্রতিস্থাপন করা যায় কি-না তা লজিক সমীকরণের মাধ্যমে বিশ্লেষণ করা হলো:

উদ্দীপকের সার্কিট থেকে প্রাপ্ত লজিক সমীকরণকে সরলীকরণের মাধ্যমে করে NAND গেইট দিয়ে প্রতিস্থাপন করা যায়। → (#1)

উপরিউক্ত আলোচনার মাধ্যমে তা বিশ্লেষণ করে দেখানো হয়েছে।

Question 4

দৃশ্যকল্প-১: শ্রেণিকক্ষে শিক্ষক এক ধরনের ক্যাবল দেখালেন যা, স্বচ্ছ কাচ দিয়ে তৈরি ।

দৃশ্যকল্প-২:

উত্তরঃপ্রচলিত DSL এবং তারযু্ক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট ও দ্রুত গতির যোগাযোগ প্রযুক্তিকে Wi-MAX বলে।(#1)

উত্তরঃআ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগার কারণ হলো দুটি ক্যারেক্টারের মাঝখানে অসমান বিরতি।(#1)অর্থাৎ আ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন পদ্ধতিতে একটি ক্যারেক্টার ট্রান্সমিট হওয়ার পর আরেকটি হয়। তাই এই পদ্ধতিতে ডেটা চলাচলে সময় বেশি লাগে।(#2)

উত্তরঃ

উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত তার মাধ্যমটি হলো অপটিক্যাল ফাইবার ক্যাবল।(#1)নিচে অপটিক্যাল ফাইবার সম্পর্কে আলোচনা করা হলো-

হাজার হাজার কাচের তন্তু দিয়ে তৈরি যে ক্যাবলের মাধ্যমে আলোর গতিতে ডেটা আদান-প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার ক্যাবল বলে। এ ক্যাবলের মধ্য দিয়ে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে লেজার রশ্মি ব্যবহার করা হয়। ফাইবার অপটিক ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু যদিও বিশেষায়িত কাজের জন্য প্লাস্টিক বা অন্য কোনো স্বচ্ছ মাধ্যমের তৈরি ফাইবার অপটিক ক্যাবলও পাওয়া যায়।(#2)‌‌ ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য হচ্ছে এটি ইনফ্রারেড আলোর একটি রেঞ্জের ভেতর অবিশ্বাস্য রকম স্বচ্ছ, তাই শোষণের কারণে বিশেষ কোনো লস ছাড়াই এর ভেতর দিয়ে সিগন্যাল দীর্ঘ দূরত্বে নেয়া যায়। ফাইবার অপটিক ক্যাবলের কেন্দ্রের অংশটুকুর প্রতিসরাঙ্ক বাইরের অংশের প্রতিসরাঙ্কের থেকে বেশি । যে অংশের প্রতিসরাঙ্ক বেশি তাকে কোর বলে এবং যে অংশের প্রতিসরাঙ্ক কম তাকে ক্ল্যাড বলে। প্রতিসরাঙ্কের পার্থক্যের কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে কোনো লস ছাড়াই কোরের ভেতর দিয়ে আলো যেতে পারে। এখানে কোনো তড়িৎ সিগন্যাল প্রবাহিত হয় না। ফলে এর চারপাশ দিয়ে কোনো তড়িৎ চৌম্বকীয় আবেশ তৈরি হয় না।(#3)

উত্তরঃ

উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ ডেটা কমিউনিকেশনের মাধ্যম দুটি হলো রেডিও ওয়েভ এবং স্যাটেলাইট। (#1) রেডিও ওয়েভ ও স্যাটেলাইটের মধ্যে স্যাটেলাইট উত্তম। নিচে তা বিশ্লেষণপূর্বক আলোচনা করা হলো:

3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। রেডিও ওয়েভ পাঠানোর জন্য যে এন্টেনার প্রয়োজন হয় তার দৈর্ঘ্য তরঙ্গ দৈর্ঘ্যের আনুমানিক চার ভাগের এক ভাগ হতে হয়। সে কারণে কম ফ্রিকোয়েন্সির রেডিও ওয়েভ খুব বাস্তবসম্মত নয়। রেডিও ওয়েভের ফ্রিকোয়েন্সি কম বলে এক সাথে বেশি ডেটা পাঠানো যায় না এবং এটি মানবদেহে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।(#2)

অপরদিকে, স্যাটেলাইটের মাধ্যমে বিপুল পরিমাণ ডেটা পাঠানো যায়। ভয়েস কল, ভিডিও, কল ইত্যাদি সেবা প্রদান করা যায়। প্রতিরক্ষা, প্রাকৃতিক দুর্যোগে যোগাযোগ করা যায় এবং আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব হয়।(#3)

অর্থাৎ উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে, রেডিও ওয়েভ ও স্যাটেলাইটের মধ্যে স্যাটেলাইট উত্তম।(#4)

Question 5

উত্তরঃএক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে সংযোগ করার পদ্ধতিটি যখন হাইপারটেক্সটে থাকে তখন তাকে হাইপারলিংক বলে।(#1)

উত্তরঃ

ওয়েবসাইট পাবলিশিং বলতে তৈরিকৃত ওয়েবসাইট কোন ওয়েব হোস্টিং সেবার মাধ্যমে ইন্টারনেটে প্রকাশ করা বুঝায়। (#1)অর্থাৎ ওয়েবপেজ তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং প্রক্রিয়াকে ওয়েব সাইট পাবলিশিং বলা হয়। দ্রুততম সময়ে মানুষের কাছে তথ্য পৌছে দেওয়ার জন্য সবচেয়ে কার্যকর মাধ্যম ওয়েবসাইট। ওয়েবসাইট পাবলিশিং এর মাধ্যমে যে কোনো ওয়েব পেইজকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া হয়।(#2)

উত্তরঃ

চিত্র-১ প্রদর্শনের জন্য HTML কোডিং নিচে লিখা হলো:

<!DOCTYPE html>

<html>

<body>

<p>Subject</p>

<ol start=”3″>

<li>English</li>

<li>Bangla</li>

<li>ICT</li>

</ol>

</body>

</html>

উত্তরঃ

চিত্র-২ ওয়েব পেইজে প্রদর্শনের জন্য HTML কোডিং নিম্নরূপ: 

 <!DOCTYPE html>

<html>

<body>

<table border=”1″ cellspacing=”0″ width=”20%”>

<tr>

<td colspan=”2″ align=”center”>Result Sheet</td>

</tr>

<tr>

<td align=”center”>Name</td>

<td align=”center” rowspan=”2″>GPA</td>

</tr>

<tr>

<td align=”center”>Roll</td>

</tr>

</table>

</body>

</html>

 

Mark distribution:

Table (#1)

Td colspan (#2)

Td rowspan (#3)

html close. (#4)

Question 6

1+2+3+…..N

উত্তরঃএকসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার RAM নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনমতো হার্ডডিস্কের জায়গা বাবহার করে। এটিই হলো কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি ।(#1)

উত্তরঃ স্থায়ী ও অস্থায়ী মেমোরির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:
স্থায়ী মেমোরি অস্থায়ী মেমোরি
যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করার পরও ডেটা সংরক্ষণ থাকে তাকে স্থায়ী মেমোরি বলে। যেসব মেমোরিতে কম্পিউটার বন্ধ করলে ডেটা হারিয়ে যায় তাকে স্থায়ী মেমোরি বলে।
স্থায়ী মেমোরিগুলো হলো: হার্ডডিস্ক, রম, ডিভিডি ইত্যাদি। অস্থায়ী মেমোরি হলো: RAM।

উত্তরঃ

1 +2+3 +…….. +N ধারাটির যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম নিম্নরূপ-

ধাপ-১ : শুরু করি।

ধাপ-২ : n এর মান গ্রহণ করি।

ধাপ-৩ : ধরি, sum=0 এবং i=1.

ধাপ-৪ : যদি i

ধাপ-৫ : Sum= Sum + i

ধাপ-৬ : i= i+ l (i এর মান বৃদ্ধি করি এবং পুনরায় 8 নং ধাপে যাই)

ধাপ-৭ : যোগফল প্রিন্ট করি।

ধাপ-৮ : শেষ করি।

উত্তরঃ

উদ্দীপকের ধারাটির ফলাফল প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম নিচে লিখা হলো:

#include

int main()

{

int i,N,s=0;

printf(“Enter the last number of the series:”);

scanf(“%d”,&N);

for(i=l;i<=N;i++)

{

s=s+i;

}

printf(“Sum of the series=%d”,s);

return 0;

}

Question 7

একটি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী X-এর অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধাক্রম ছিল (2F)16 । বার্ষিক পরীক্ষায় তার মেধাক্রম হলো (14)8

উত্তরঃধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বুঝানোর জন্য সংখ্যার পূর্বে +/- চিহ্ন দিতে হয়। চিহ্ন বা সাইনযুক্ত এ সংখ্যাকে চিহ্নযুক্ত সংখ্যা বলে ।→(#1)

উত্তরঃ

কম্পিউটারে সংখ্যার সাথে সাথে বর্ণ, যতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করতে হয়। যে কোডিংয়ে সংখ্যার সাথে সাথে অক্ষর যতিচিহ্ন, গাণিতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করা যায় সেগুলোতে আলফা নিউমেরিক কোড ব্যবহার করা হয়। →(#1)

ASCII একটি সাত বিটের আলফানিউমেরিক কোড। ASCII কোডে ছোট হাতের, বড় হাতের ইংরেজি অক্ষর, সংখ্যা, যতি চিহ্ন, গাণিতিক চিহ্ন ব্যবহার করা হয়। তাই ASCII কোড একটি আলফানিউমেরিক কোড। →(#2)

উত্তরঃ

X-এর অর্ধ-বার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিলো (2F)16

অর্থাৎ X এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারিতে (101111)2 এবং অক্টালে (57)8

এখানে,

১.হেক্সাডেসিমাল সংখ্যা 2F এর প্রতিটি ডিজিটের বাইনারি রূপ:

2 (হেক্সাডেসিমাল) = 0010 (বাইনারি)

F (হেক্সাডেসিমাল) = 1111 (বাইনারি)

সুতরাং, (2F)16 এর বাইনারি রূপ হলো (101111)2 (#1)

২.বাইনারি সংখ্যাকে 3-বিট গ্রুপে ভাগ করি:

000 101 111

=0 5 7 পর্যন্ত লিখলে (#2)

 

৩.অর্থাৎ X এর অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম বাইনারিতে (101111)2 এবং অক্টালে (57)8 (#3)

উত্তরঃ

উদ্দীপকে X এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য যোগের মাধ্যমে নিচে নির্ণয় করা হলো-

X- অর্ধবার্ষিক পরীক্ষার মেধাক্রম ছিলো (2F)16 = (47)10

(2F)16 = (47)10 = (?)2

যোগফলের নবম বিটে (1) অঙ্কটি ওভারফ্লো হিসেবে চলে এসেছে। তাই সেটি বিবেচনা করা হয় না।

অর্থাৎ উদ্দীপকে X এর পরীক্ষা দুটির ফলাফলের পার্থক্য (10011)2

 

Question 8

উত্তরঃHTML এ যে এলিমেন্টগুলো রয়েছে তাতে অতিরিক্ত তথ্য প্রকাশ করার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে অ্যাট্রিবিউট বলে। (#1)

উত্তরঃ

HTML একটি কেস সেনসেটিভ ভাষা নয়। কারণ, HTML এ এলিমেন্টগুলো লেখার সময় বড় হাতের অক্ষর ও ছোট হাতের অক্ষর অথবা উভয়ের মিশ্রণ ও ব্যবহার করা যেতে পারে।(#1) তবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম এর পরামর্শ হলো HTML এর জন্য ছোট হাতের অক্ষর ব্যবহার করা। (#2)

উত্তরঃ

উদ্দীপকের পেজটি তৈরিতে ol, ul এবং li বিশেষ ট্যাগ এবং type অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে। নিচে বিশেষ ট্যাগ ও অ্যাট্রিবিউটের বর্ণনা দেওয়া হলো-

(#3)

উত্তরঃ

ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় HTML Code নিম্নরূপ:

<!DOCTYPE html>

<html>

<body>

<ol type=”1″>

<li>Month

<ul type=”circle”>

<li>January</li>

<li>February</li>

</ul>

</li>

<li>Day

<ul type=”square”>

<li>Sunday</li>

<li>Monday</li>

</ul>

</li>

</ol>

</body>

</html>