ICT Chapter 1

1 / 148

1. হ্যাকার বলা হয় কাদেরকে?

2 / 148

2. অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে কী বলে?

3 / 148

3. নেটভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেয়াকে কী বলে?

4 / 148

4. কম্পিউটার ইথিকস এর নির্দেশনা কয়টি?

5 / 148

5. খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-

6 / 148

6. খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভিতর প্রলেপ করার প্রযুক্তি কী?

7 / 148

7. সানস্ক্রিন ও সানস্ক্রাবার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

8 / 148

8. ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?

9 / 148

9. আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও মিশ্রিতকরণ প্রযুক্তি কোনটি?

10 / 148

10. মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবকাঠামোকে কী বলে?

11 / 148

11. Top down পদ্ধতি ব্যবহৃত কোনটিতে?

12 / 148

12. ন্যানো প্রযুক্তি কতটি পদ্ধতিতে ব্যবহার হয়?

13 / 148

13. দশ ন্যানোমিটার = কত মিটার?

14 / 148

14. ন্যানোপার্টিকেলের আকৃতি কত?

15 / 148

15. এক ন্যানোমিটারের সমান কত মিটার?

16 / 148

16. ন্যানো বুঝায় কোনটি?

17 / 148

17. টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকারে দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?

18 / 148

18. ট্যানারি শিল্পের বর্জ্যকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

19 / 148

19. "স্মার্ট ওষুধ" তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

20 / 148

20. কোনটি ডিএনএ এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?

21 / 148

21. কোনটি ডিএনএ এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?

22 / 148

22. উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

23 / 148

23. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

24 / 148

24. GMO এর পূর্ণরূপ কী?

25 / 148

25. বিজ্ঞানী মাকসুদুল আলম কোন বিষয়ে গবেষণা করে বিশ্ব দরবারে খ্যাতি অর্জন করেন?

26 / 148

26. বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার কোন প্রযুক্তি কাজ করছে?

27 / 148

27. জীন সিকোয়েন্সিং বা ডিএনএ তথ্যসংগ্রহ কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ ক্ষেত্র কোনটি?

28 / 148

28. নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডাটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়?

29 / 148

29. কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

30 / 148

30. প্রোটিনের সিকুয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি?

31 / 148

31. কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়?

32 / 148

32. কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়?

33 / 148

33. মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?

34 / 148

34. ক্যাপচার,এক্সাট্রাকশন, কমপারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তি ক্ষেত্রে ব্যবহৃত হয়?

35 / 148

35. DNA পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়?

36 / 148

36. জিন ফাইন্ডিং গবেষনায় কি ব্যবহৃত হয়?

37 / 148

37. ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

38 / 148

38. বায়োমেট্রিক্সে আচরণগত বৈশিষ্ট্য-

39 / 148

39. বৈজ্ঞানিক অনুকরণে জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি?

40 / 148

40. নিচের কোনটি বায়োইনফরমেটিক্স এর ব্যবহার ক্ষেত্র?

41 / 148

41. একটি বায়োমেট্রিক প্রযুক্তির উদাহরণ?

42 / 148

42. বায়োমেট্রিক্স ব্যবহার হয়—

43 / 148

43. পণ্যের ডিজাইন তৈরিতে কোনটি প্রয়োজন?

44 / 148

44. বৈদ্যুতিক শক্তির ব্যপ্তিক ব্যবহার ছিল কোন শিল্প বিষয়ে?

45 / 148

45. ক্রায়োসার্জারির ব্যবহার হয়—

46 / 148

46. ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার হয়—

47 / 148

47. কোন তাপমাত্রায় অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়?

48 / 148

48. ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতির মধ্যে কোনটি ব্যবহৃত হয়?

49 / 148

49. ক্রায়োজেনিকসে ব্যবহৃত প্রধান উপাদান -

50 / 148

50. শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কী বলে?

51 / 148

51. পরবর্তী ক্রায়োজেনিক এজেন্ট কোনটি?

52 / 148

52. নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়?

53 / 148

53. ক্রায়োজেনিকসে কোন গ্যাস ব্যবহার হয়?

54 / 148

54. কোনটি রোবটের ব্যবহার?

55 / 148

55. কোন পদ্ধতিতে Actuator ব্যবহার হয়?

56 / 148

56. মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?

57 / 148

57. কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি পর্যন্ত ঘুরানো যায়?

58 / 148

58. রোবট গঠনে কতটি নিদিষ্ট বিশেষত্ব রয়েছে?

59 / 148

59. রোবোটিক্স কী?

60 / 148

60. কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়?

61 / 148

61. মস্তিষ্ক মডেলিংয়ের ক্ষেত্রে বার বার নির্দেশ থেকে কিছু নির্দেশ গ্রহণের মাধ্যমে সম্পন্ন তথ্য তৈরি করে কৌশল সাজানোকে কী বলে?

62 / 148

62. মানুষের মস্তিষ্কের মতো কাজ করার পদ্ধতিকে কী বলা হয়?

63 / 148

63. কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধানত ব্যবহার হয় কোনটিতে?

64 / 148

64. মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

65 / 148

65. ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটি নির্দেশ করে?

66 / 148

66. টেলিমেডিসিনের প্রয়োগক্ষেত্র কোনটি?

67 / 148

67. কোনটি ভার্চুয়াল রিয়েলিটির পার্থক্য নির্ধারণ করে?

68 / 148

68. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরণের ইমেজ ব্যবহার হয়?

69 / 148

69. কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয়?

70 / 148

70. কম্পিউটার সিমুলেশন প্রয়োগের কেন্দ্র কোনটি?

71 / 148

71. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

72 / 148

72. আউটসোর্সিং কী?

73 / 148

73. ইন্টারনেটের মাধ্যেমে ব্যবসা পরিচালনা করাকে কী বলে?

74 / 148

74. কোনটি আউটসোসিং—এর মার্কেট প্লেস?

75 / 148

75. ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?

76 / 148

76. লাইভ ক্লাসে সরাসরি শিক্ষাথীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যেমে

77 / 148

77. বিশ^গ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

78 / 148

78. কোন উপাদানটি Global village এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ?

79 / 148

79. বিশগ্রামের কারণে

80 / 148

80. বিশ^গ্রমের ধারণাটির প্রবক্তা কে?

81 / 148

81. অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কী বলে?

82 / 148

82. কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন?

83 / 148

83. লোকমান সাহেবের সাফল্য-
i. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
ii. দেশে প্রয়োজন ফল ও ফসল উৎপাদন হবে
iii. দেশীয় প্রজাতির বিপন্নতার সম্ভাবনা রয়েছে

84 / 148

84. লোকমান সাহেব গবেষণা করে নানান প্রজাতির ফল ও ফুল ফলানোর জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করেন; এতে তিনি আকারে বড় এবং আকর্ষণীয় ফল ও ফুল উৎপাদন করতে সক্ষম হলেন।
উদ্দীপকের লোকমান সাহেবের গবেষনার সহায়ক প্রযুক্তি কোনটি?

85 / 148

85. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিঃ—
i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম
ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না
iii.আশেপাশের কোযের ক্ষতি হয় না

86 / 148

86. ড. মুনির শিক্ষানবিশদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যেমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সাজার্রি প্রশিক্ষণ দেন যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে -১২০C তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন।
প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি হচ্ছে—

87 / 148

87. উপাদানের আলোকে ড. সিরাজের লক্ষ্য হলো—
i. প্রতিকূল পরিবেশে উৎপাদন নিশ্চিত করা
ii. রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা
iii. উৎপাদনের পরিমাণ বাড়ানো
নিচের কোনটি সঠিক?

88 / 148

88. ড. সিরাজ একজন কৃষিবিজ্ঞানী। সে এখন একটি উচ্চফলনশীল পেপে উদ্ভাবন করল যার প্রতিটির ওজন প্রায় ১৫ কেজি।
ড. সিরাজ এর ব্যবহৃত প্রযুক্তিটির নাম কী?

89 / 148

89. উপাদানকে ব্যবহৃত প্রযুক্তির মাধ্যমে যে সকল সুবিধা পাওয়া যাবে—
i. ভার্চুয়াল ড্রাইভিং
ii. অনলাইন ব্যাংকিং
iii. অটোমেশন
নিচের কোনটি সঠিক?

90 / 148

90. মিজান বুয়েটে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি ও কলেজের ছবি ৩এ প্রযুক্তির মাধ্যেমে অতি দ্রুত তার বন্ধুÑবান্ধব ও আত্মীয়—স্বজনকে জানায়। তাদের কেউ কেউ ভিডিও কল করে অথবা ফেসবুকে তাকে অভিনন্দন জানায়।
মিজানের খবরটি পাঠানোর ব্যবস্থা কোনটি?

91 / 148

91. উপাদানকে ব্যবহৃত প্রযুক্তিগুলোর মধ্যে নির্ভরযোগ্য কর্মচারীদের দায়িত্ব পূরণে কোনটি সবচেয়ে বেশি কার্যকর?

92 / 148

92. চার বন্ধু ভিন্ন ভিন্ন কোম্পানিতে কর্মকর্তা হিসেবে কর্মরত। এদের অফিসের প্রবেশ পথে কাউকে হাতের আঙুল বা কাউকে সম্পূর্ণ হাত একটি যন্ত্রের ওপর রেখে অফিসে ঢুকতে হয়। কাউকে একটি ক্যামেরার সামনে কয়েক মুহূর্ত রাখতে হয়। এদের প্রত্যেকের দাবি হচ্ছে, অফিসের উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিতকরণে স্ব—স্ব অফিসে ব্যবহৃহ পদ্ধতি অধিক কার্যকর।
উপাদানকে অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে?

93 / 148

93. উদ্দীপকের নীলের ব্যবহৃত প্রযুক্তি-
i. বিশেষ সফটওয়্যার প্রয়োজন
ii. টেলিমেডিসিন সেবা পাওয়া যাবে
iii. বাসস্থান নিরাপত্তা নিশ্চিত করবে
নিচের কোনটি সঠিক?

94 / 148

94. শুভ সাহেব এর ছোট ভাই নীল ইউএন মিশনে গেলেন। একদিন একটি প্রযুক্তি ব্যবহার করে শুভ তার অসুস্থ মা এর সাথে নীলের কথা বলার ব্যবস্থা করলেন। আরেকদিন তিনি দ্বিতীয় আরেকটি প্রযুক্তি ব্যবহার করে নীলের সাথে মায়ের কথা ও দেখার ব্যবস্থা করে দিলেন।
উপাদানকে বিশ্বগ্রাম কোন উপাদানের ইঙ্গিত দেওয়া হয়েছে?

95 / 148

95. উপাদানের প্রতিষ্ঠানটির বিদ্যমান ব্যবহার—
i. নতুন গবেষণা কেন্দ্র তৈরি হবে
ii. জীববৈচিত্র্য সুরক্ষার পথ সুগম করবে
iii. তথ্য প্রযুক্তির বৈচিত্র্য বৃদ্ধি হবে
নিচের কোনটি সঠিক?

96 / 148

96. সোনার বাংলা নামক প্রতিষ্ঠানটি দীর্ঘ ১৫ বছর যাবৎ গবেষণা করে একটি নতুন জাতের ধানের উদ্ভাবন করেছে যা বন্যার পানিতে ডুবে থাকার পরও নষ্ট হয় না। বর্তমানে প্রতিষ্ঠানটি নিজেদের অভ্যান্তরীণ নিরাপত্তা ও কর্মী ব্যবস্থাপনার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে।
উপাদানকে উদ্ভাবিত প্রযুক্তি হচ্ছে—
i. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ii. বায়োমেট্রিক্স
iii. বায়োইনফরমেটিক্স
নিচের কোনটি সঠিক?

97 / 148

97. ছাত্ররা বাস্তব স্বাদ পাওয়ার সময় দেখতে পেল-
i. দ্বি-মাত্রিক দৃশ্য
ii. ত্রিমাত্রিক দৃশ্য
iii. কৃত্রিম জীবন্ত দৃশ্য
নিচের কোনটি সঠিক?

98 / 148

98. ICT শিক্ষক মিজান স্যার ছাত্রদের নিয়ে ল্যাবে যেতে যেতে ল্যাবের দারজার দিকে তাকাতেই দরজা খুলে গেল। তারপর ছাত্রদের মাথায় হেলমেট পরিয়ে আলো নিভিয়ে নিয়ে গেল সমুদ্র সৈকতে, যেখানে তারা সৈকতের বাস্তব স্বাদ পেল।
শিক্ষক মিজান কোন বৈশিস্ট্যের প্রয়োগ দ্বারা ল্যাবে প্রবেশ করলেন?

99 / 148

99. উপাদানকে যে বিষয় বলা হয়েছে তা হচ্ছে কিসের ফলাফল—
i. সংবাদপত্রের
ii. তথ্য প্রযুক্তির
iii. ইন্টারনেট প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?

100 / 148

100. সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখদুঃখে পাশাপাশি ও প্রতিবেশীর মতো ভাব বিনিময় করছে।
উপাদানকে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?

101 / 148

101. উপাদানের কর্মকাণ্ড—
i. অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. চিকিৎসা ক্ষেত্রে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে
iii. জীববৈচিত্র্যের উন্নয়ন হবে
নিচের কোনটি সঠিক?

102 / 148

102. BRRI কতৃর্ক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারের ফলে বাংলাদেশ এখন চাল রপ্তানিকারক দেশ হিসেবে পরিচিত লাভ করেছে।
উপাদানকে BRRI কর্তৃক ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

103 / 148

103. উপাদানের আলোকে ‘ক’ শিক্ষার্থীর কর্মকাণ্ড—
i. কপিরাইট আইন মানা
ii. টেলিনেট
iii. কম্পিউটার এথিকস

104 / 148

104. ‘ক’ শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনা প্রয়োজনে কম্পিউটার এবাং ইন্টারনেটের সহায়তায় টার্মপেপার তৈরি করে। কিন্তু ‘খ’ শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনোরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে।
উপাদানের ‘খ’ শিক্ষার্থীর কর্মকাণ্ডে কোনটি?

105 / 148

105. বাবার ব্যবহৃত প্রযুক্তির সীমাবদ্ধতা হলো—
i. দেশীয় প্রযুক্তির বিস্তৃতি
ii. খরচ কমে যাওয়া
iii. নতুন রোগ সৃষ্টি হতে পারে
নিচের কোনটি সঠিক?

106 / 148

106. বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করেছেন।
বাবুর ব্যবহৃত প্রযুক্তি—

107 / 148

107. প্রতিযোগিতার সুবিধা দেশকে—
i. অর্থনৈতিক উন্নয়ন হবে
ii. জীববৈচিত্র্য সুরক্ষার পথ সুগম হবে
iii. খাদ্যে দেশীয় প্রযুক্তি বিস্তৃত হবে
নিচের কোনটি সঠিক?

108 / 148

108. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে।
উপাদানের গবেষণা সহায়ক প্রযুক্তি হলো—

109 / 148

109. গবেষণায় ব্যবহৃত প্রযুক্তির ধারা—
i. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
ii. জীবনের নতুন জিনোম অধিকার করা যায়
iii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে
নিচের কোনটি সঠিক?

110 / 148

110. মিঃ সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদনে নিয়ে গবেষণা করেছেন। তার কপালে টিউমার চিকিৎসক —২০০ঈ তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।
চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হচ্ছে—

111 / 148

111. উপাদানের আলোকে কৃষক যে ধরনের সুবিধা পাবেন—
i. অল্প খরচে ঘরে তুলতে পারবেন
ii. টিস্যু কালচার ব্যবহার করতে পারবেন
iii. বৈজ্ঞানিক উদ্ভাবন হ্রাস করতে পারবেন

112 / 148

112. চাঁপাইনবাবগঞ্জ জেলার একজন কৃষক তার জমিতে প্রায় ২০০টি আম গাছ চারা লাগিয়েছেন। তার গাছে এবছর শীতকালে মৃদুমন্দ বাতাসের সাথে প্রতিটি গাছেই বড় বড় আম ঝুলছে দেখে তিনি খুব খুশী হলেন। তিনি ঘরে বসে ইন্টারনেট ব্যবহার করে আম বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হলেন।
উপাদানের আলোকে আম বিক্রয় প্রক্রিয়া কিসের সাথে সম্পর্কিত?

113 / 148

113. বন্ধুর চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতির প্রভাবে-
i. পাস-প্রতিক্রিয়া কম হবে
ii. রোগীর ব্যথা কম হবে
iii. সুস্থ হতে সময় লাগবে
নিচের কোনটি সঠিক?

114 / 148

114. ডা.রাজ শহরে অবস্থান করেও প্রত্যন্ত অঞ্চলে সরাসরি চিকিৎসা সেবা দিয়ে থাকেন। তিনি তার বন্ধুর আচিলের অপারেশনে নিম্নতাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা করেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যান।
প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা দেওয়ার প্রযুক্তিটি হচ্ছে—
i. ভিডিও কনফারেন্স
ii. টেলিমেডিসিন
iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?

115 / 148

115. মিঃ "ক" এর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ব্যবহার হতে পারে—
i. চিকিৎসাবিজ্ঞানের শিক্ষার্থীদের কার্যকারিতা বাড়ানোর ক্ষেত্রে
ii. অস্ত্রের বিদ্যা শিক্ষার্থীদের সঠিকভাবে ব্যবহারের পদ্ধতি প্রদানে
iii. পুলিশ বাহিনীর ট্রাফিক ব্যবস্থাপনার প্রশিক্ষণে

116 / 148

116. মি. ‘ক’ ফস্নাইট সিমুলেটরের সাহায্যে বিমান চালনার প্রশিক্ষণ নেন। প্রশিক্ষণ শেষে যাত্রীবাহী বিমান চালনার সময় যান্ত্রিক ত্রুটির কারণে তার বিমানটি বিধ্বস্ত হয় এবং সকল যাত্রীরা দেহ সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের শনাক্তকরণের জন্য ব্যবহার হতে পারে—

117 / 148

117. মিঃ 'X' এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাব—
i. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে
ii. জীববৈচিত্র্যের পরিবর্তন সাধন হবে
iii. জীববৈচিত্র্যের বৈচিত্র্যতা উন্নত হতে পারে
নিচের কোনটি সঠিক?

118 / 148

118. মি: 'X' তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন।
মিঃ X গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন?

119 / 148

119. প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে—
i. শিক্ষা ও গবেষণায়
ii. নিরাপত্তায়
iii. ব্যবসা-বাণিজ্যে

120 / 148

120. প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়।
উদ্দিপকের কক্ষে প্রবেশ ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

121 / 148

121. কামালের মেশিন ব্যবহার করা যায়—
i. চিকিৎসা ক্ষেত্রে
ii. গৃহস্থালি কাজে
iii. শিল্প কারখানায়
নিচের কোনটি সঠিক?

122 / 148

122. কম্পিউটার বিজ্ঞানের শিক্ষাথী কামাল একটি যন্ত্র তৈরি করে। যেটি উচুঁ নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে।
কামাল মেশিনকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে?

123 / 148

123. কোন কোন ক্ষেত্রে মেশিনের ব্যবহার রয়েছে—
i. সামরিক ক্ষেত্রে
ii. চিকিৎসাশাস্ত্রে
iii. ম্যানুফ্যাকচারিং

124 / 148

124. আরিশার বাবা গৃহস্থালির কাজে সহায়তা করতে সক্ষম একটি যস্ত্র তৈরি করেন। আরিশা দেখল যস্ত্রটি গৃহকমীর্র মতো ঘর পরিষ্কার, রান্নাসহ নানা ধরনের কাজে সহাযতা করে।
উদ্দীপকের যন্ত্রটি নিয়ন্ত্রণ মাধ্যেম কোনটি?

125 / 148

125. উচ্চ পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন—
i. কম্পিউটার সিমুলেশন
ii. ট্রি-ম্যাট্রিক ইমেজ
iii. অ্যাকচুয়েটর
নিচের কোনটি সঠিক?

126 / 148

126. নিচের উদ্দীপকের আলোকে ১০৩ ও ১০৪ নং প্রশ্নের উত্তর দাও:
রাইয়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ^বিদ্যালয়ে উচ্চতর ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোনো রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে।
১০৩.রাইয়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো-

127 / 148

127. বিশ্বগ্রাম বলতে বোঝায়—
i. রিয়েল টাইম সেবা বিনিময়
ii. তথ্য ও বিনোদনের সহজলভ্যতা
iii. বিশ্বের গ্রামসমূহের আন্তঃসম্পর্ক
নিচের কোনটি সঠিক?

128 / 148

128. ক্রায়োসার্জারিতে—
i. টিস্যুর তাপমাত্রা অত্যধিক হ্রাস-বৃদ্ধি করা হয়
ii. নাইট্রোজেন তরলীকৃত গ্যাসের পরিবর্তে অন্যান্য গ্যাস ব্যবহার করা হয়
iii. অত্যধিক শীতল তাপমাত্রায় প্রয়োগ করা হয়
নিচের কোনটি সঠিক?

129 / 148

129. জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে—
i. জীবনের নতুন জিনোম অধিকার করা যায়
ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়
iii. ক্ষত সনাক্তে ব্যাকটেরিয়া শনাক্ত করা যায়
নিচের কোনটি সঠিক?

130 / 148

130. রোবোটিক্স-এর ক্ষেত্রে প্রয়োগ—
i. হার্ডওয়্যার
ii. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
iii. নতুন প্রজন্মের পরিচালনা
নিচের কোনটি সঠিক?

131 / 148

131. কর্মস্থানের জন্য বর্তমান—
i. ঘরে বসে কাজ পাওয়া যায়
ii. ইন্টারনেট ভিত্তিক নিয়োগ বৃদ্ধি
iii. বিভিন্ন ওয়েব সুবিধা নেওয়া যায়
নিচের কোনটি সঠিক?

132 / 148

132. ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো—
i. ক্রায়োপ্রোব
ii. তাপ ভ্যাকুয়াম
iii. অ্যাকচুয়েটর
নিচের কোনটি সঠিক?

133 / 148

133. বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো-
i. কানেকটিভিটি
ii. ডেটা
iii. সক্ষমতা
নিচের কোনটি সঠিক?

134 / 148

134. রোবট ব্যবহার হয়—
i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনি অভ্যন্তরীণ কাজে
নিচের কোনটি সঠিক?

135 / 148

135. ন্যানোটেকনোলজি দিয়ে তৈরি হওয়া দ্রব্য হতে পারে—
i. কম্পিউটার
ii. ক্রায়োপ্রোব
iii. রোবট
নিচের কোনটি সঠিক?

136 / 148

136. বায়োমেট্রিক প্রযুক্তির ব্যবহার হতে পারে—
i. জাতীয় পরিচয়পত্র
ii. পাসপোর্ট
iii. জন্ম নিবন্ধন
নিচের কোনটি সঠিক?

137 / 148

137. আচারগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে—
i. টাইপ রিকগনিশন
ii. ভয়েস রিকগনিশন
iii. টাইপিং কী স্ট্রোক
নিচের কোনটি সঠিক?

138 / 148

138. কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ—
i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. ল্যাব সিস্টেম
নিচের কোনটি সঠিক?

139 / 148

139. ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে—
i. সামরিক ক্ষেত্রে
ii. গবেষণাগার
iii. শিক্ষা ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?

140 / 148

140. ক্রায়োজেনিকসে ব্যবহার হয়—
i. তরল হাইড্রোজেন
ii. আর্গন গ্যাস
iii. হিলিয়াম গ্যাস
নিচের কোনটি সঠিক?

141 / 148

141. টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক—
i. বিশেষজ্ঞ চিকিৎসক
ii. রোগ নির্দেশ কেন্দ্র
iii. বিশেষায়িত নেটওয়ার্ক
নিচের কোনটি সঠিক?

142 / 148

142. বায়োইনফরমেটিক্সের ব্যবহার ক্ষেত্রগুলো হলো—
i. জিন প্রযুক্তি
ii. জীবন অঙ্গ তৈরি
iii. মহাকাশ গবেষণা
নিচের কোনটি সঠিক?

143 / 148

143. বায়োইনফরমেটিক্সের ব্যবহার হয়—
i. ডিজিটাল ডাটাবেজ
ii. জিন ফাইলিং
iii. মোলিকুলার মডেলিং
নিচের কোনটি সঠিক?

144 / 148

144. আচারগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে—
i. হাঁটার ধরণ শনাক্তকরণ
ii. DNA পর্যবেক্ষণ
iii. কণ্ঠস্বর শনাক্তকরণ
নিচের কোনটি সঠিক?

145 / 148

145. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধা ভোগ করবে কারা?
i. প্রতিরক্ষা বাহিনী
ii. অনলাইন ব্যাংকিং
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?

146 / 148

146. কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো—
i. MATLAB
ii. SIIRDLU
iii. CSS
নিচের কোনটি সঠিক?

147 / 148

147. কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগক্ষেত্র হলো—
i. কৃষি
ii. ই-কমার্স
iii. যুদ্ধক্ষেত্র
নিচের কোনটি সঠিক?

148 / 148

148. AI এর ক্ষেত্রগুলো হলো—
i. মেশিন লার্নিং
ii. রোবোটিক্স
iii. ওয়েব প্রসেসিং

Your score is

The average score is 0%

0%

error: